• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন: রুবেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১৪:০১
rubel
রুবেল হোসেন

দেশের সব ধরনের শ্রেণী-পেশার যখন করোনাভাইরাস মোকাবেলায় লড়ছে তখন বেশ কয়েকটি স্থানে ত্রাণলুটের ঘটনা ঘটেছে। জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন প্রশ্ন করেছেন, বাড়িতে গিয়ে কেনো সরকারি ত্রাণ দেয়া হচ্ছে না?

করোনা ইস্যুতে শুরু থেকেই ইতিবাচক ভূমিকা পালন করছেন টাইগার পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট আগে থেকেই দিয়ে আসছিলেন তিনি।

দুস্থ-অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়াতে নিজে কাজ করেছেন। পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রুবেল।

এবার সোচ্চার হলেন প্রত্যেকের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেয়ার দাবিতে।

ফেসবুকে পেজে একটি পোস্টে তিনি বলেন ‘সমালোচনা বাদ দিন দেশ এখন সংকটময় মুহূর্তে। সবাইকে এগিয়ে আসতে হবে এই দেশ আপনার আমার সকলের।’

‘নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে।’ উল্লেখ করে রুবেল বলে, ‘ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh