logo
  • ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

প্রস্তুত সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৮ মার্চ ২০২০, ১৯:০৫ | আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৯:২০
corona
লুইস সুয়ারেজ
সবশেষ জানুয়ারিতে খেলতে নেমেছিলেন। ২০২০ সালের শুরুটাই বাজে হয়েছে লুইস সুয়ারেজের। ইনজুরির কারণে রয়েছেন মাঠের বাইরে। অন্যদিকে করোনার থাবায় বন্ধ রয়েছে ফুটবল। সারা বিশ্বে মানুষ প্রাণঘাতী এই রোগের বিরুদ্ধে লড়াই করছে। বার্সেলোনার এই স্ট্রাইকারের প্রত্যাশা শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি উরুগুয়ের এই তারকা জানালেন মাঠে ফিরতে প্রস্তুত তিনি।

করোনাভাইরাসে উরুগুয়েতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। দক্ষিণ আমেরিকার দেশটিতে ২৭৬ জন আক্রান্ত হয়েছে। কেউই মারা যায়নি। তবে দেশটির সরকার ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সবাইকে। এতে স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতি।

স্থানীয় গণমাধ্যম চ্যানেল টেনের সঙ্গে কথা বলেছেন সুয়ারেজ। ৩৩ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, চলমান সঙ্কট নিয়ে উদ্বিগ্ন তিনি। 

‘বিষয়টি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। বিশ্ববাসীর স্বাস্থ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে আমাকে ভাবিয়ে তুলছে।’

উরুগুয়ের শহর কাসাভ্যালের দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে তার পক্ষ থেকে। প্রায় ৫০০ পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। সুবিধাবঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসতে সবাইকে আহ্বানও জানিয়েছেন।

‘আমার বার্তা উরুগুয়ের মানুষের প্রতি, সবাই নিজ বাড়িতে অবস্থান করুন। ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। আশা করি উরুগুয়ের নাগরিকরা এক সঙ্গে এই বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হবে।’  

এদিকে ইনজুরি নিয়ে সুখবর দিয়ে সুয়ারেজ বলেন, ‘এখন অনেক ভালো আছি। দৌড়ানো শুরু করে দিয়েছি আগেই। যখন আমি (বার্সেলোনায়) ফিরব। তখনই মাঠে নামতে পারবো।’

ওয়াই/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়