logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ মার্চ ২০২০, ১৯:৫৫ | আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:২২
পিচিয়ে গেল টোকিও অলিম্পিক
ছবি- সংগৃহীত
করোনাভাইরাসের প্রভাব দিন দিন বাড়ছেই। এ যেন বিশ্ব সফরে নেমেছে কোভিড-১৯ নামক ভাইরাসটি। একের পর এক দেশে আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসের থাবায়।

এরিমধ্যে স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন, স্থগিত হয়ে গেছে সব ক্রীড়া আসর। বাদ ছিল টোকিও অলিম্পিক।

সেটিও শেষ পর্যন্ত পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। নির্দিষ্ট সময় থেকে এক বছর পেছানো হলো টোকিও অলিম্পিক। এমনটাই জানিয়েছে অলিম্পিক কমিটি।

শুধু অলিম্পিকই নয়, পিছিয়ে গেছে আগামী জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকা ফুটবলের কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও।

চলতি বছরের ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের। কিন্তু বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগের প্রভাবে থামাতে হলো অলিম্পিক।

এরইমধ্যে সবার আগে কানাডা ঘোষণা দেয়, টোকিও অলিম্পিকে দল না পাঠানোর। এরপর অস্ট্রেলিয়া তাদের অ্যাথলেটদের পাঠাবে না বলে জানিয়ে দেয়।

গতকাল সোমবার ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও জানায় অলিম্পিকে দল না পাঠানোর।

এমআর/

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ৯৬২৯৭৭ ২০২৯৩৫ ৪৯১৮০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়