logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

অলিম্পিকে যাচ্ছে না অস্ট্রেলিয়া-কানাডা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ মার্চ ২০২০, ১৫:০১ | আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৫:১৯
olympic
ছবি-সংগৃহীত
করোনাভাইরাসের ছোবলে বিশ্বের সব বড় ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে। যদিও জুলাইয়ে হতে চলা টোকিও অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাই বারবার সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাদের। এমন অবস্থায় অলিম্পিকের এবারের আসরে না অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া।

ডেইলি মেইল জানাচ্ছে প্রথম দেশ হিসেবে এবারের আসর থেকে নাম তুলে নেয়ার সিদ্ধান্ত জানায় কানাডা। দেশটির অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানায়, সূচি না পেছানো হলে এমন পরিস্থিতিতে অলিম্পিকে অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। একই সুরে তাল মিলিয়েছে অস্ট্রেলিয়াও।

করোনা মহামারি রূপ ধারণ করায় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজন নিয়ে সংশয় দানা বেঁধেছিল আগেই। প্রাথমিকভাবে এবারের আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছিলেন, পরিস্থিতি মোকাবেলা করে যথা সময়ে অলিম্পিক আয়োজন করা সম্ভব।
যদিও কানাডা ও অস্ট্রেলিয়া দল পাঠাবে না বলে জানিয়ে দেয়ায় এবার মোম গলতে শুরু করেছে। 

বর্তমান পরিস্থিতিতে অলিম্পিক পিছিয়ে দেয়া জরুরি বলে মনে করেন জাপান প্রধানমন্ত্রী। অলিম্পিক যে পিছিয়ে যাচ্ছে এর ঘোষণা আসতে পারে যেকোনও সময়।

ওয়াই/ এমকে 

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়