• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় রিয়াল শিবিরে দুঃসংবাদ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০২০, ১০:৪৮
Lorenzo Sanz
২০০০ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পর ট্রফি হাতে রিয়াল মাদ্রিদের তৎকালীন সভাপতি লরেঞ্জো সাঞ্জ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ।

মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল লিগ- লা লিগা কর্তৃপক্ষ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়ালের সভাপতির দায়িত্ব পালন করেন লরেঞ্জো। তার আগে ১৯৮৫ সাল থেকে ১০ বছর মাদ্রিদের দলটির পরিচালক হিসেবে কাজ করেন এই ব্যবসায়ী।

লা লিগার দল মালাগা ফুটবল ক্লাবের মালিক ছিলেন তিনি। ২০০৬ সালে দলটি কিনে নিলেও ২০১০ সালে কাতারের এক ধনকুবেরের কাছে সেটি বিক্রি করে দেন।

বিবিসি জানায়, গেল কয়েকদিন আগে শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে স্বাস্থ্য পরীক্ষায় করোনা সংক্রমণ ধারা পরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
X
Fresh