• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রুবেল হোসেনের প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ১৬:২০
rubel hossain
রুবেল হোসেন

করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান-অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ক্রীড়া ক্ষেত্রেও দেশে সব আসর স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে দুইজনের মৃত্যুসহ ২৪ জন আক্রান্ত হয়েছে। কোয়ারেন্টিনে আছেন প্রায় ১৪ হাজার মানুষ। এমন বিপর্যয়ের মাঝে এক শ্রেণীর মানুষ সুবিধা নিচ্ছে। অতিরিক্ত লোভের আশায় বিশেষ করে কিছু ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে। তার আগে মাস্কসহ স্যানিটাইজারের দাম বাড়িয়ে দেয়াও হয়। এসব কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

কোরোনা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেলের ভূমিকা বেশ প্রশংসনীয়। ভয়ঙ্কর রোগটির সংক্রান্ত নানা তথ্য নিজের ভক্তদের কাছে আগে থেকেই সতর্ক করে এসেছেন জাতীয় দলের এই পেসার।

শনিবার অসাধু ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ৩০ বছর বয়সী তারকা।

ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান,কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা,আর ২০ টাকার মাস্ক ১০০/ ১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ।’

এসময় মহান মুক্তিযুদ্ধের মতো সবাইকে এক হবার আহ্বান আনেন বাগেরহাটে জন্ম নেয়া এই ক্রিকেটার।

‘শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কেন? মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনাভাইরাস।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh