• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সবাইকে সচেতন করে তুলুন: সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মার্চ ২০২০, ১২:২৩
coronavirus
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের আতঙ্কের জেরে ক্রমশ স্তব্ধ হচ্ছে বিশ্ব। বড় বড় সব শহরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস সব বন্ধ করে দেয়া হয়েছে। মুহূর্তে মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে চলছে। স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গনও। ফুটবল থেকে ক্রিকেট সব ধরনের খেলা বেশিরভাগ দেশেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়রা। এমন অবস্থায় সবাইকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন। বর্তমানে নিজ জন্মস্থান মাগুরায় অবস্থান করছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার।

করোনা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সবাইকে যত্নবান হতে বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন।

নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী সাকিব।

তিনি বলেন, ‘নিরাপদ ও ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh