• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাঠে বসে মেসির পরাজয় দেখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০২০, ০৮:৪২
ronaldo-messi-el-clasico
ছবি- সংগৃহীত

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ৯ বছর দলটির হয়ে মাঠ মাতিয়ে ২০১৮ সালে যোগ দিয়েছেন জুভেন্টাসে। দীর্ঘদিন পর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন পর্তুগিজ মহাতারকা। তাও আবার বার্সেলোনার বিপক্ষের ম্যাচ দিয়ে। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে ২-০তে জয় পেয়েছে মাদ্রিদের দলটি। যেখানে সিআর সেভেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির হার দেখেছেন দর্শক গ্যালারিতে বসে।

কোনও রকম হাঁক-ডাক ছাড়াই ইতালি থেকে স্পেনে উড়ে আসেন রোনালদো। সমর্থক ও গণমাধ্যমকে এড়িয়ে পৌঁছে যান বার্নাব্যুর ভিআইপি গ্যালারিতে। ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় ধরা পড়েন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।

রিয়ালের হয়ে এদিন ৭১তম মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এই সময় গ্যালারিতে বসা রোনালদোকে উল্লাস করতে দেখা যায়। স্বাগতিকদের হয়ে অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি তুলে নেন মারিয়ানো ডিয়াজ।

স্টেডিয়ামে থাকা প্রায় ৮০ হাজার দর্শকের সঙ্গে মেসির পরাজয়ের সাক্ষী হলেন রোনালদো নিজেও।

বর্তমানে ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। কারও মতে সময়ের সেরা ফুটবলার মেসি, অনেকেই মনে করেন রোনালদোই শ্রেষ্ঠ।

দীর্ঘ প্রতিযোগিতায় এই পর্যন্ত পাঁচবার ব্যালন ডি’ অর জিতেছেন রোনালদো। অন্যদিকে কয়েকদিন আগেই ষষ্ঠবারের মতো সেরা ফুটবলারের শিরোপায় নিজের নাম লেখিয়েছেন মেসি।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
বার্সেলোনায় থাকছেন জাভি!
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
X
Fresh