logo
  • ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬

বিপিএলে ফিক্সিং চেষ্টায় নাসির জামশেদের জেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৬
nasir-jamshed
নাসির জামশেদ || ফাইল ছবি
স্পট ফিক্সিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় সাজা পাচ্ছেন নাসির জামশেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টিতে ঘুষ আদান-প্রদানের অভিযোগে পাকিস্তানের এই ক্রিকেটার আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার তাকে ১৭ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৪৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন  নাসির জামশেদ।

বাম-হাতি এই ওপেনারের সঙ্গে যুক্ত থাকায় আরও দুই ব্রিটিশ পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধেও আদালত শাস্তি ঘোষণা করেছেন। শুক্রবার ম্যানচেস্টারের ক্রাউন কোর্টে দেয়া এই রায়ে ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের যথাক্রমে ৪০ মাস ও ৩০ মাসের জেল হয়েছে। 

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার সময়  স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ। যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

ইউসুফ আনোয়ার, নাসির জামশেদ ও মোহাম্মদ ইজাজ

অন্যদিকে ২০১৮ সালে দুবাইয়ে পাকিস্তান সুপার লিগের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমির ম্যাচে সতীর্থদের স্পট ফিক্সিংয়ের জন্য টাকা লেনদেন করিয়ে দেন নাসির জামশেদ।

ওই বছরই স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তান ক্রিকেটার বোর্ড (পিসিবি) ১০ বছরের জন্য দেশের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসন করে তাকে।

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়