• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বানরের আক্রমণে বিদায় জানাতে হলো বিশ্বকাপকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১৪:১১
jake fraser mcgurk
জ্যাক ফ্র্যাজার-ম্যাকগার্ক

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে বেড়াতে যায় অস্ট্রেলিয়া দল। স্থানীয় একটি চিড়িয়াখানায় ঘুরে বেড়ায় অজিরা। ঠিক এমন সময় অদ্ভুত এক কাণ্ডের সম্মুখীন হতে হয় দলটির ওপেনার জ্যাক ফ্র্যাজার-ম্যাকগার্ককে।

১৭ বছর বয়সী এই ব্যাটসম্যান হয়তো ভাবতেও পারেনি এমন ঘটনার জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যাত্রাই শেষ হয়ে যেতে পারে তার জন্য। গেল মঙ্গলবার চিড়িয়াখানায় এক বানর আক্রমণ করেন জ্যাক ফ্র্যাজারের মুখে।

বুধবার ভারতের বিপক্ষে ডান-হাতি এই ওপেনার খেলতে নামলেও কোনও রান না করেই ফিরে যান ২২ গজ থেকে। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে ৭৪ রানে।

সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হলেও পঞ্চম স্থান নির্ধারণী আরও দুটি ম্যাচ খেলতে হচ্ছে অজিদের। যদিও দলের সঙ্গে আর থাকা হচ্ছে না বানরের আচঁড়ের শিকার হওয়া ফ্র্যাজার।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ফিজিও জানাচ্ছে, দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে ফ্র্যাজারকে। চলমান যুব ক্রিকেটারদের সর্বোচ্চ আসরের কোনও ম্যাচে আর পাওয়া যাচ্ছে না তাকে। সেখানেই দ্রুত উন্নত চিকিৎসা দেয়া হবে তাকে।

অজি যুবদলের এই তারকা নিজেও জানিয়েছেন, দ্রুত মাঠে ফিরতে মরিয়া তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
X
Fresh