• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আলাভেসের জালে বার্সার এক হালি গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২
LIONEL MESSI-Barcelona
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগার চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

শনিবার ক্যাম্প ন্যুয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। নিজেদের মাঠে নবম মিনিটে মেসির গোল অফসাইডের কারণে বাতিল হলেও ১৪ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

একের পর এক আক্রমণে আলাভেসকে কাঁপিয়ে দেয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। শেষ পর্যন্ত ৪৫ মিনিটে আর্তুরো ভিদালের জোড়ালো শটে গোলে ব্যবধান বাড়ে বার্সার। দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টা আক্রমণে ব্যবধান কমায় আলাভেসের স্প্যানিশ মিডফিল্ডার পেরে পনস।

এরপর কিছুটা সময় খেই হারায় স্বাগতিকরা। ম্যাচের ৬৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক মেসি। আবার স্ব-রুপে ফিরে বার্সা। ছয় মিনিট পরই স্পট কিকে ব্যবধান ৪-১ করেন লুইস সুয়ারেজ।

দিনের অপর ম্যাচে মালোর্কার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সেভিয়া। আরেক ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে গেটাফে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh