• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে স্বর্ণ এনে দিলেন মাবিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:০৪
Mabia Akhter
মাবিয়া আক্তার || ফাইল ছবি

মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে অবশেষে স্বর্ণ পদকের দেখা পেলো বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রথম দুই দিনে চার স্বর্ণ জিতে দারুণ শুরুর আভাস দেয় বাংলাদেশি অ্যাথলেটরা। তবে পরের টানা চারদিন আর স্বর্ণ পদকের তালিকায় নাম লেখাতে পারেনি লাল-সবুজরা।

সপ্তম দিনে এসে দেশের হয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতে নেন মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে এই পদক জেতেন মাবিয়া।

২০১৬ সালে এসএ গেমসে নারী ৬৩ কেজি শ্রেণীতে তিনি স্বর্ণপদক জয় করেন মাদারিপুরে জন্ম নেয়া এই ভারোত্তোলক।

কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে নারী ৬৩ কেজি শ্রেণীতে তিনি একটি স্বর্ণ জেতেন তরুণ বিভাগে এবং দুইটি রুপা জয় করেন জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বিভাগে।