• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা প্লাটুনের অধিনায়কের নাম জানা যাবে শিগগির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৯, ১৬:০৯
ঢাকা প্লাটুনের অধিনায়কের নাম যানা যাবে শিগগির
ঢাকা প্লাটুনের অধিনায়কের নাম যানা যাবে শিগগির

ঢাকা প্লাটুনের অধিনায়ক কে হচ্ছেন? চারবারের শিরোপা জয়ী অধিনায়ক মাশরাফি নাকি তামিম ইকবাল? দলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদিও।

এরই মধ্যে খবর রটেছে, মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করা হয়েছে প্লাটুনের। সেই খবর আপাতত গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঢাকা প্লাটুন’ নামে একটি পেজ থেকে দেয়া হয়েছিল এমন খবর।

আজ মাঠে এসেছিলেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, মাশরাফি, তামিম ইকবাল ও মুমিনুল হক। মুমিনুল আর তামিম কিছুক্ষণ নেটে অনুশীলন করলেও মাশরাফি এমনিই এসেছিলেন।
অনুশীলন শেষে ঢাকার কোচ সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, এটা তাদের ব্যক্তিগত অনুশীলন। তামিম অনেকদিন ধরে খেলার মধ্যে নেই, তাই এসেছে

‘ঢাকা প্লাটুনের ট্রেনিং এখনও শুরু হয়নি। ব্যক্তিগত উদ্যোগে সাধারণত এটা আমরা প্রায়ই করে থাকি তামিমের সাথে সৌরভের সাথে। সে কাজটাই করছি। যেহেতু সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, তামিম তো অনেকদিন ধরে খেলার মধ্যে নেই। অনুশীলনে তাই তার আরেকটু বেশি সময় দেয়া উচিত। এ কারণেই আসলে সেশনটা শুরু করা।’

মাশরাফি এসেছিলেন, অনুশীলন না করলেও কোচের সঙ্গে কথা বলেছিলেন কিছুক্ষণ। হ্যামষ্ট্রিংয়ের ব্যথা এখনও পুরোপুরি না সারলেও কয়েকদিনের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবে বলে জানান সালাহউদ্দিন। বিবিপিএলের শুরু থেকেই পাবার আশা মাশরাফিকে।

‘অবশ্যই যেকোনো প্লেয়ারকেই আশা করি প্রথম থেকে পাব এবং সে পুরোটা দিবে। আমার কাছে মনে হয় সে পারবে। তার (মাশরাফি) ইনজুরিটা খুব বেশি সিরিয়াস কিছু না। হয়তো কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ও বোলিংটা শুরু করলেই হয়তো তখন বুঝা যাবে কি অবস্থায় আছে।’

অধিনায়ক নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না ঢাকাই কোচ। এই ব্যাপারটা ছাড়াও অনেক কাজ বাকি আছে এখনও। তবে দ্রুতই অধিনায়কের নাম ঘোষণা করবেন বলে জানান সালাহউদ্দিন।

‘এটা আসলে আমরা সিদ্ধান্ত নিইনি এখনও। অফিসিয়ালি বসে আনুষ্ঠানিক একটা ঘোষণা আসবে। এটা নিয়ে এখনো আমরা বসিনি কারণ, আমরা তো খুব কম সময় পেয়েছি। ফ্র্যাঞ্চাইজিতে যারা আছেন উনারাও অনভিজ্ঞ। ওদের একটু সময় দিতে হবে, অনেক জনবল দরকার। আমরা বসার সময় পাচ্ছি না, অফিসিয়াল অন্য কাজগুলো গুছিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে। আমার মনে হয় এগুলো একটা অবস্থায় চলে আসলে আমরা এরপর দল নিয়ে চিন্তা ভাবনা করবো।’

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh