• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বড়দের হারের ক্ষত ভোলাতে চায় উদীয়মান টাইগাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৯, ১৯:২৩
বড়দের হারের ক্ষত ভোলাতে চায় উদীয়মানরা টাইগাররা
ছবি- সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের গত তিন আসরে একবারও শিরোপা জিততে পারেনি উদীয়মান টাইগারেরা। এবার যথেষ্ট ভালো দল গড়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জাতীয় দলে খেলা পাঁচ ক্রিকেটারকে নিয়ে গড়া দলে আছে সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন, আবু হায়দার রনি ও আমিনুল ইসলাম বিপ্লব।

গ্রুপ পর্বে হংকং, ভারত ও নেপালকে হারিয়ে সেমি-ফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে শান্ত-সৌম্যরা।

তাতে শিরোপা জয়ের আশাটাও বেড়েছে অনেক। ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানও শক্তির দিক থেকে কম না বাংলাদেশের চাইতে। জাতীয় দলে খেলা মোহাম্মদ হাসনাইনের মতো খেলোয়াড় আছে দলে।

আজ শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উদীয়মান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানান, ফাইনাল নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই। আর দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ।

‘এটা শুধুই একটা নাম যে ফাইনাল খেলা। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এটাও কিন্তু একটা ম্যাচ। আমরা যেভাবে ম্যাচ খেলে আসছি প্রথম রাউন্ড কিংবা সেমিফাইনাল বলেন, আরা সেভাবেই নতুন একটা ম্যাচ হিসেবে খেলব।’

আর দশটা ম্যাচের মতো এই ম্যাচটাকে করে নিলেও শান্তদের খেয়াল আছে পাকিস্তানের এই দলটা কম কঠিন নয়। তবে হারানোও অসম্ভব না।

‘অবশ্যই তারা ভালো দল এবং প্রথম থেকে খুব ভালোভাবেই জিতে আসছে। আমার জানা মতে চারটি ম্যাচই জিতেছে। আমার কাছে মনে হয় প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের পরিকল্পনায় বেশি নজর দেয়া উচিত। প্রসেস ঠিক থাকলে আমার মনে হয় প্রতিপক্ষকে হারানো সম্ভব।’

এর আগে বড়দের এশিয়ার সেরা হবার মঞ্চে তীরে এসে তরী ডুবিয়েছিল বাংলাদেশ। এবার উদীয়মানদের সামনে পাকিস্তান। শান্ত বলছেন, এটা নতুন ম্যাচ। নতুন দিনে নতুন কিছুর অপেক্ষা।

‘এশিয়া কাপে যে ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হেরেছি অবশ্যই ক্লোজ একটা ম্যাচ ছিল। আমরা আশায় ছিলাম ম্যাচটা জিতব কিন্তু হয়নি। ক্রিকেট খেলা এমনই, একদিন জিতব একদিন হারব। ওইটা নিয়ে চিন্তা করছি না। কাল নতুন একটা দিন, নতুন একটা ম্যাচ। আশা করছি ওইরকম আক্ষেপের কিছু থাকবে না।’

এই টুর্নামেন্টের পরেই আবার এসএ গেমসে খেলতে যাবে এই দলটাই। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ান গেমসের আসর। এই আসরের ক্রিকেট ইভেন্টে অংশ নিচ্ছে ইমার্জিং দলটাই। শান্তর আশা পাকিস্তানকে ফাইনালে হারিয়ে এসএ গেমসের প্রস্তুতিটা ভালোভাবেই সারবে বাংলাদেশ।

‘অবশ্যই ওটা বড় এবং আলাদা একটা আসর। এখান থেকে যদি ভালো একটা ফলাফল নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি যে সহজ হবে। যদিও সম্পূর্ণ আলাদা, তারপরও আত্মবিশ্বাসী থাকবে সবাই।’

শান্তর আশা, ফাইনালে শের ই বাংলা স্টেডিয়ামের গ্যালারি থাকবে দর্শকে পরিপূর্ণ।

‘গত ম্যাচেও অনেক দর্শক এসেছে মাঠে। যেহেতু বড় একটা ম্যাচ, সবার সাপোর্ট আশা করছি। গত ম্যাচের মতো আগামীকালও সবাই আমাদের সাপোর্ট করবে, এটাই আশা।’

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh