• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে দল গঠন করেছি: সুজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ নভেম্বর ২০১৯, ২২:০৫
অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে দল গঠন করেছি: সুজন
ফাইল ছবি

মুশফিকুর রহিম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ছয় আসরে একদলের হয়ে দুইবার খেলেননি। এবার এই দলে তো পরেরবার অন্য দলে। সিলেটের হয়ে দুইবার খেললেও হাত বদল হয়েছিল দলের।

এবারও পেয়েছেন নতুন ঠিকানা। দেশের এই সেরা ব্যাটসম্যানকে নিয়েছে প্রাইম ব্যাংক খুলনা টাইগার্স। বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকেই এ+ ক্যাটাগরিতে থাকা মুশফিককে নিয়ে নেয় প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স।

‘আমরা জানতাম এ+ ক্যাটাগরি থেকে একজনকে নিতে পারব। আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। আমরা ভাগ্যবান প্রথম ডাকেই ওকে নিতে পেরেছি।’-খালেদ মাহমুদ সুজন

অথচ এ+ ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারাও।

গত বিপিএলে মুশফিক খেলেছিলেন চিটাগং ভাইকিংসের হয়ে। সেখানে ১৩ ম্যাচে ১৩৯.২২ স্ট্রাইক রেটে ৪২৬ রান করেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। যা বিপিএলের ক্যারিয়ারে মুশফিকের সেরা আসর ছিল।

সম্প্রতি জাতীয় দলের হয়েও দুর্দান্ত ফর্মে আছেন ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শুধু মুশফিকই নন, গত বিপিএলে দারুণ পারফর্ম করা রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্কক, মোহাম্মদও আমীরকেও দলে ভিড়িয়েছে খুলনা।

এত অভিজ্ঞ খেলোয়াড়দের দলে নিতে পেরে দারুণ খুশি দলটির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

‘আমরা যেভাবে ভেবেছিলাম অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে একটি দল গঠন করব। আমরা সেটা পেরেছি। আমরা ভাগ্যবান যে রাইলি রুশো ও মুশফিকের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় পেয়েছি। যারা মাঠে দলটা পরিচালনা করতে পারবেন। ফ্রাইলিঙ্ক ও মোহাম্মাদ আমিরের মতো ফাস্ট বোলার আছে। এছাড়া যারা আছে, তারা মাঠে খুবই উদ্যমী থাকে।’

খুলনা টাইগার্স

দেশি

বিদেশী

মুশফিকুর রহিম

শফিউল ইসলাম

নাজমুল হাসান শান্ত

আমিনুল ইসলাম

শামসুর রহমান

সাইফ হাসান

মেহেদী হাসান মিরাজ

শহিদুল ইসলাম

আলিস আল ইসলাম

তানভীর ইসলাম

রাইলি রুশো

রবি ফ্রাইলিঙ্ক

মোহাম্মদ আমীর

নাজিবুল্লাহ জাদরান

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh