আবুধাবি টি-টেন লিগ শুরু আজ থেকে
স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
| ১৫ নভেম্বর ২০১৯, ১৫:৫৮

ছবি- সংগৃহীত

বাংলা টাইগার্স: কলিন ইনগ্রাম, রিলে রুশো, চিরাগ সুরি, ডেভিড ওয়াইজ, থিসারা পেরেরা (অধিনায়ক, আইকন), রবি ফ্রাইলিংক, শিহান জয়সুরিয়া, হাসান খান, ফরহাদ রেজা, আন্দ্রে ফ্লেচার, লিয়াম ফ্লাঙ্কেট ও কায়েজ আহমেদ।লিগ পর্বে বাংলা টাইগার্সের ম্যাচ সূচি:
তারিখ |
প্রতিপক্ষ |
সময় |
১৬ নভেম্বর |
ডেকান গ্ল্যাডিয়েটরস |
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট |
১৭ নভেম্বর |
কর্ণাটক টাস্কার্স |
রাত ৮টা ৪৫ মিনিট |
১৮ নভেম্বর |
দিল্লি বুলস |
রাত ১১টা |
দল |
কোচ |
বাংলা টাইগার্স |
আফতাব আহমেদ (বাংলাদেশ) |
ডেকান গ্ল্যাডিয়েটরস |
মোশতাক আহমেদ (পাকিস্তান) |
দিল্লি বুলস |
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) |
কর্ণাটক টাস্কার্স |
জোহান বোথা (দক্ষিণ আফ্রিকা) |
মারাঠা আরবীয়রা |
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) |
নর্দার্ন ওয়ারিয়র্স |
রবিন সিং (ভারত) |
কালান্দার্স |
মাইক হেসন (নিউজিল্যান্ড) |
টিম আবুধাবি |
ট্রেভর বেলিস (অস্ট্রেলিয়া) |