• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চাহারের হ্যাট্রিকে ম্লান হলো নাঈমের সিরিজ জয়ের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ নভেম্বর ২০১৯, ২৩:১৯
​ইতিহাস বারবার উঁকি দিয়েছে বাংলাদেশ শিবিরে।
ছবি- সংগৃহীত

ইতিহাস বারবার উঁকি দিয়েছে বাংলাদেশ শিবিরে। কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে শেষ পর্যন্ত। নাঈম শেখের একার চেষ্টা শেষ পর্যন্ত বৃথা গেল বাকিদের ব্যর্থতায়। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের এত কাছে গিয়েও পারল না বাংলাদেশ।

ভারতের দেয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হতাশ করেন লিটন কুমার দাস। দীপক ছাহারের বলে মাত্র ৯ রানে ক্যাচ দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। পরের বলে সৌম্য সরকারও ফেরেন খালি হাতে।

চাপে পড়া বাংলাদেশকে টেনে তুলেন নাঈম শেখ ও মোহাম্মদ মিঠুন। এই ম্যাচেও ধারাবাহিক নাঈম রান তুলতে থাকেন দ্রুত। মিঠুন ধীরে খেললেও সচল রাখেন রানের চাকা।

মিঠুনকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩৪ বলে তুলে নেন প্রথম অর্ধশতক।

এরপর মিঠুন বিদায় নেন২৯ বলে ২৭ রান করে। তার বিদায়ের পর মুশফিক এলেন আর গেলেন শুভাম দুবের বলে বোল্ড হয়ে।

টাইগার অধিনায়ককে নিয়ে জয়ের আভাস দিচ্ছিলেন নাঈম। কিন্তু আঁটকে গেলেন ১৫ ওভার ৩ বলের মাথায় দলীয় ১২৬ রানে।

নাঈম ৪৮ বলে ১০ চার আর ২ ছয়ে ৮১ রান করে সাজঘরে ফেরার পর হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি বাকিরা।

আফিফ হোসেন শুভামের বলে শূন্য রানে তুলে দেন ক্যাচ। দলনায়ক রিয়াদের ব্যাটও হাসেনি। মাত্র ৮ রানে বোল্ড হয়েছেন চাহালের বলে।

বাকিদের ব্যর্থতায় ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

১৯ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১৪৪ তুলে ইনিংস শেষ করে বাংলাদেশ।

দীপক চাহার একাই হ্যাট্রিকসহ নেন ৬ উইকেট। শুভাম দুবে নেন ৩ টি ও ১টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

এর আগে নাগপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়নি রোহিত শর্মা-শিখর ধাওয়ানের ব্যাটে। রোহিতকে ২ রানে ফেরান শফিউল ইসলাম। ধাওয়ানকেও ১৯ রানে ফেরান শফিউলই।

পাওয়ার-প্লের শেষ ওভারে ধাওয়ানকে ফেরানোর পর শ্রেয়াস আয়ারও ক্যাচ তুলে দেন কিন্তু ধরতে ব্যর্থ হোন আমিনুল। শূন্য রানে জীবন পাওয়া শ্রেয়াস শেষ পর্যন্ত ৬২ রান করে ৩৩ বলে। এর আগে লোকেশ রাহুল খেলে যান ৩৫ বলে ৫২ রানের ইনিংস।

২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান তুলে ভারত। আল-আমিন নেন ১ উইকেট। শফিউল ও সৌম্য নেন সমান ২টি করে উইকেট।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh