• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৯ নভেম্বর শুরু দেশের প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল টুর্নামেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৯, ১৭:২৩
Bangamata Asian Senior Central Zone Women's Volleyball Championship 2019
ছবি- আরটিভি অনলাইন

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ শুরু হবে আগামী ৯ নভেম্বর। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

টুর্নামেন্টে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে। ঘরে মাঠে এই প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতায় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh