• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতকে তাদের মাটিতে বাংলাদেশই হারাতে পারবে: পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৯, ২২:০৮
ভারতের তাদের মাটিতে বাংলাদেশই হারাতে পারবে: পাপন
ছবি- সংগৃহীত

দিল্লির বায়ুদূষণ থেকে বাঁচতে সারাদিন হোটেল থেকেই বের হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। তিনি নাকি আগে থেকে জানতেন না যে দিল্লির অবস্থা এত ভয়াবহ। জানলে ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করতেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

এমন সময়ে জানলেন এই অবস্থার কথা, ততক্ষণে দেরি হয়ে গেছে। দিল্লিতে বসে এমনটাই জানালেন গণমাধ্যমকে।

‘শেষ মুহূর্তে যখন জেনেছি, ওদের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছি। তিন দিন আগে যখন আমি ইন্টারনেটে দেখি, তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম! যখন স্কুল বন্ধ করে দিল, অনেকটা জরুরি অবস্থা আর কী!’

দিল্লি আসার আগে পাপন কথা বলেছিলেন মুশফিক, মাহমুদউল্লাহ আর হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে। তারাও উদ্বিগ্ন ছিল এমন অবস্থা দেখে। তবে মানিয়ে নেয়ার চেষ্টা করছে এমনটা শোনান বিসিবি প্রধানকে।

‘ফোনেই কথা হয়েছিল ওদের সঙ্গে। ওরা বলল, অনেক অসুবিধা তবে পারব মনে হয়। কেউ একেবারে না করছে না। তারপর ভাবলাম ওখানে আসলে না গেলে বোঝা যাবে না। বিমানবন্দরে নামার পরে বিশ্বাসই করতে পারিনি। বিমানবন্দরের ভেতরেই কী ধোঁয়া।’

দিল্লির এমন ভয়াবহ অবস্থাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ভারতীয়দের ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরেছেন টাইগার বলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৮ রান করে ৬ উইকেটে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: দিল্লির ধুলোয় বাংলার রুপকথার জয়
---------------------------------------------------------------

তার আগে অবশ্য বিসিবি প্রধান একটা আশার বাণী শোনালেন। ভারতকে তাদের মাটিতে যদি কোনও দল হারাতে পারে সেটা বাংলাদেশই।

‘ভারত অনেক শক্তিশালী দল সবাই জানে। ভারতে এসে ভারতকে হারানো ভীষণ কঠিন। যদি দেখি অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দলগুলো ভারতে এসে হিমশিম খেয়েছে। একটা কথা বলি ভারতে এসে যদি কোনও দল ওদের হারাতে পারে, সেটা বাংলাদেশ।’

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh