• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত : বিসিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৯, ১৬:৫১
Bangladesh
ছবি- আরটিভি অনলাইন

১১ দফা দাবিতে সব ধরণের ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড়রা। বয়সভিত্তিক দলগুলো ছাড়া জাতীয় দল, হাইপারফরম্যান্স (এইচপি), ‘এ’ দল এবং ঘরোয়া লিগসহ সবধরনের কার্যক্রম আপাতত স্থগিত সোমবার থেকে।

কয়দিন পরেই রয়েছে বাংলাদেশ দলের ভারত সফর। দাবি না মানার আগ পর্যন্ত অনিশ্চয়তায় পড়েছে সফরও। তার আগে ২৫ অক্টোবর থেকে মিরপুরের একাডেমি মাঠে শুরু হবে অনুশীলন ক্যাম্প। অনুশীলন ক্যাম্পেও যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সাকিব-মুশফিকরা।

অচলাবস্থা কবে নাগাদ সচল হবে সেটা জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ক্রিকেটারদের ১১ দফা দাবি তুলে ধরার পরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনিও নির্দিষ্ট করে বলতে পারেননি গণমাধ্যমকে। বলেছেন, বোর্ডের সংগে এ নিয়ে এখনও আলোচনা হয়নি। আলোচনা শেষে দ্রুত সিদ্ধান্ত নিবে বোর্ড।

বিসিবির এই কর্তা আরও বলেন, ক্রিকেটাররা বোর্ডেরই অংশ। তাদের দাবিগুলো যথাযথভাবে দেখা হবে আশা করি।

আগামী ৩০ অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের। ৩ নভেম্বর থেকে শুরু হবে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে দুটি টেস্ট ম্যাচ।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিপিএল নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলছেন পাপন
একই দিনে দুই রূপ, ভক্তদের যে বার্তা দিলেন সাকিব
মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন কীর্তি 
সাকিবদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা
X
Fresh