logo
  • ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৪ জন, আক্রান্ত ২৪৮৭ জন, সুস্থ হয়েছেন ১৭৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দলে ফেরায় যেন জ্বলে উঠেছেন আল-আমীন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৩৩ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২০:২০
দলে ফেরায় যেন জ্বলে উঠেছেন আল-আমীন
জাতীয় দলে উপেক্ষিত ছিলেন দীর্ঘ তিন বছরের মতো। গত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ছিটকে পড়েছিলেন দল থেকে। এরপর আর খেলা হয়নি কোনও আন্তর্জাতিক ম্যাচ। অনেকে ভেবেই নিয়েছিল, আল-আমীনের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ।

কিন্তু কি কাকতালীয় ব্যাপার! ভারতের মাটিতে থেমে যাওয়া আল-আমীনের প্রত্যাবর্তন হতে যাচ্ছে সেই ভারতেই। সব ঠিক থাকলে আবারও বল হাতে লাল-সবুজের জার্সিতে ছুটবেন এই ডান-হাতি পেসার।

তার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পর আজ শনিবার খুলনায় রাজশাহী বিভাগের বিপক্ষে তুলে নিয়েছেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে ১৪ ওভারে ৫টি মেডেন ওভারসহ ২০ রানে নেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৯ ওভারে ১ ওভার মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এর আগে এনসিএলের প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে নেন দুই ইনিংসে ৩ উইকেট।

আরো পড়ুন

এমআর/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৭৬০০ ১৪৮৩৭০ ৩৩৯৯
বিশ্ব ১৯৮১৭৫৭৪ ১২৭২৯৮৯৬ ৭২৯৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়