• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় দাবায় বাপ্পী-সোনাই চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ২০:০৫
chess
ছবি- সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার দৃষ্টিহীনদের চতুর্থ জাতীয় দাবা প্রতিযোগিতা-২০১৯’ এ রাজশাহীর বাপ্পী সরকার অপরাজিত চ্যাম্পিয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৈয়দ এজাজ হোসেন অপরাজিত রানার-আপ হয়েছেন। মেয়েদের বিভাগে সোনাই খাতুন অপরাজিত চ্যাম্পিয়ন ও নুরুন্নাহার তনিমা রানার-আপ হয়েছেন।

বিজয়ীদের নগদ ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে ওয়ালটন সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় দাবা ক্রীড়াকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএফএভিএইচ এর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।