• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক নজরে শুক্রবারের ইউরো বাছাইয়ের ফল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ অক্টোবর ২০১৯, ১২:২৫
Euro 2020
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে গোল উদযাপন করলেন অলিভিয়ার জিরু ও আঁতোয়া গ্রিজম্যান

২০২২ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিয়েছে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টকর তবে প্রয়োজনীয় জয় পেয়েছে ফ্রান্স। এছাড়া লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়ে মূলপর্বের দিকে অনেকটা এগিয়ে গেল পর্তুগাল।

টানা পাঁচ জয় নিয়ে সিনোবো স্টেডিয়ামে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নামে ইংল্যান্ড। শুরুটাও হয় প্রত্যাশা মতো। খেলার মাত্র ৫ মিনিটেই হ্যারি কেনের পেনাল্টি গোলে লিড পায় ইংলিশরা।

যদিও জবাব দিতে দেড়ি করেনি চেক প্রজাতন্ত্র। ৯ মিনিটে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার জাকুব ব্রাবেচ। সমতায় শেষের আভাস দেয়া খেলাকে চেকদের পকেটে পুরে দেন জেনেক ওন্দ্রাসেক। অভিষেক ম্যাচেই ৮৫তম মিনিটে করেন জয়সূচক গোলটি। এতে মূলপর্ব নিশ্চিতে অপেক্ষা বাড়লো ইংল্যান্ডের।

তবে আইসল্যান্ডের মাটি থেকে জয় নিয়ে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কঠিন লড়াইতে ফরাসিদের উদ্ধারকর্তা অলিভিয়ার জিরু। ৬৬ মিনিটে পাওয়া পেনাল্টিকে জালে জড়িয়ে সাত ম্যাচ ষষ্ঠ জয় তুলে নিতে ভুল করেননি জিরু।

ভুল করেনি পর্তুগালও। নিজেদের মাঠে লুক্সেমবার্গকে তিন গোলে ভাসিয়েছে পর্তুগিজরা। ১৬ মিনিটে গোলের সূচনা করেন বার্নাদো সিলভা। ৬৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ৮৯ মিনিটে গনকালো গুয়েডেস পূরণ করেন বৃত্ত। মূলপর্বের যাবার পথও প্রশস্ত হয় পর্তুগালের।

অগ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh