• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে উঠলেও জ্বলে উঠতে পারেননি সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ অক্টোবর ২০১৯, ১৩:২৬
ফাইনালে উঠলেও জ্বলে উঠতে পারেননি সাকিব
ছবি- সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে জায়গা করে নিতে আজকের ম্যাচটায় জয়ের বিকল্প ছিল না বার্বাডোজ ট্রাইডেন্টসের। ভোরে সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে সাকিব আল হাসানের বার্বাডোজ।

শুক্রবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ত্রিনিবাগো নাইট রাইডার্স। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান তুলে বার্বাডোজ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার জনসন চার্লসের ব্যাটে। সাকিবের ব্যাটে আসে ১২ বলে ১৮ রান। এছাড়া রেয়মন রেইফার করেন ২৪ ও শাই হোপ করেন ২৩ রান।

ত্রিনিবাগোর হয়ে ২টি করে উইকেট নেন আলী খান, ক্যারি পিরে ও সেকুগে প্রশন্ন।

বার্বাডোজের দেয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ত্রিনিবাগো। ওপেনার লেন্ডেল সিমন্সের উইকেট পড়ে দলীয় ১৮ রানের মাথায়।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ত্রিনিবাগোর এমন খারাপ দিনেও বল হাতে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান।

মাত্র দুই ওভার বল করে ওভার প্রতি ১৩.৫০ গড়ে রান দিয়েছেন ২৭। পাননি কোনও উইকেট।

যদিও বার্বাডোজ জয় তুলে নেয় শেষ পর্যন্ত ১২ রানে। ত্রিনিবাগো নাইট রাইডার্সকে থামতে হয় ১৯ ওভার ৩ বলে ১৪৮ রানে।

আগামী ১৩ অক্টোবর সিপিএলের ফাইনালে গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে বার্বাডোজ ট্রাইডেন্টস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
X
Fresh