• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অক্টোবরের শেষেই বাংলাদেশে আসছেন ভেট্টরি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৯, ২০:২৬
অক্টোবরের শেষেই বাংলাদেশে আসছেন ভেট্টরি
ছবি- সংগৃহীত

একে একে সব নতুন কোচ যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে। চুক্তি অনুযায়ী স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিও আসবেন সময় মত।

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে বেশ পরিবর্তন আসে বাংলাদেশ দলের কোচিং স্টাফে। প্রায় সবাইকেই বিদায় বলে দেয়া হয়েছিল বিশ্বকাপ শেষে । স্পিন কোচ সুনীল জোশীকে বিদায় করে নিয়োগ দেয়া হয় সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে।

ভেট্টরিকে নভেম্বরে ভারত সফরের আগ থেকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিনের জন্য নিয়োগ দেয় বিসিবি। সে অনুযায়ী ভারত সফরের আগে জাতীয় দলের ক্যাম্পেই যোগ দেবেন তিনি।

এ নিয়ে আজ শনিবার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ভারত সফরের জন্য আমাদের অনুশীলন শুরু হবে নভেম্বরের ২৫ তারিখ থেকে। তার আগেই ভেট্টরি দেশে দলের সঙ্গে যোগ দিবে। সে এই সফর থেকে থাকবে দলের সঙ্গে।

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। নভেম্বরের ১৪ তারিখে ইন্দোরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ নভেম্বর দিল্লিতে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh