• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এলগার-ককের লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৯, ২০:০৪
এলগার-ককের লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা

ভিসাখাপাত্থাম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দুই ওপেনারের ৩১৭ রানের জুটিতে নাকাল হতে হয়েছিল প্রোটিয়া বোলারদের। রোহিত শর্মার ১৭৬ রানের ইনিংস খেলার পর মায়াঙ্ক আগরওয়ালের ডাবল সেঞ্চুরি।

ক্যারিয়ারের পঞ্চম টেস্টে খেলতে নেমে প্রথম সেঞ্চুরিকে টেনে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে। ৩৭১ বলে ২১৫ রানে এই লম্বা ইনিংস খেলে সাজঘরে ফেরার সময় দলের সংগ্রহ ছিল ৪৩৬ ।

এরপর দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫০২ রানের মাথায় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

ভারতের দেয়া এই বিশাল রানের পাহাড় ঠেলে দ্বিতীয় দিনের শেষ সেশনে যে কী না ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা, তখনই রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেযার ঘূর্ণিতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ৩৯ রানে দিন শেষ করে প্রোটিয়ারা।

তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৩ রানে টেম্বা বাভুমার উইকেট তুলে নেন ইশান্ত শর্মা।

এরপর ধ্বংসস্তূপে টিকে যাওয়া প্রোটিয়া ওপেনার ডীন এলগার আর ফাফ ডু প্লেসি মিলে পঞ্চম উইকেট জুটিতে ১১৫ রান তুলে ঘুরে দাঁড়ান ভারতী বোলারদের সামনে।

৫৫ রান করে প্লেসি সাজঘরে ফিরলেও কুইন্টন ডি কককে সঙ্গে নিয়ে এলগার যোগ করেন আরও ১৬৪ রান। দুজনই তুলে নেন শতক।

১৬০ রানে এলগার ফেরেন জাদেযার বলে ক্যাচ দিয়ে আর কককে ১১১ রানের মাথায় ফেরান অশ্বিন।

ফলোঅনে পড়তে পড়তে বেঁচে যাওয়া প্রোটিয়ারা তৃতীয় দিন শেষে ৮ উইকেটে তুলেছে ৩৮৫ রান। অশ্বিন নেন ৫ উইকেট, ২ উইকেট নেন জাদেযা আর বাকি ১ উইকেট নেন ইশান্ত শর্মা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh