• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কার রেসিংয়ে দেশের হয়ে ইতিহাস গড়লেন আইমান সাদাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫
কার রেসিংয়ে দেশের হয়ে ইতিহাস গড়লেন আইমান সাদাত
আইমান সাদাত

কার রেসিংয়ে বাংলাদেশের জন্য যা নিঃসন্দেহে গৌরবের। চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের জুনিয়র চ্যাম্পিয়নশিপের (আর ওয়ান) শিরোপা জিতেছেন বাংলাদেশের আইমান সাদাত।

বাংলাদেশের ইতিহাসে কার রেসিংয়ে শিরোপা জয়ের প্রথম ঘটনা এটি। শুধু তাই নয়, ওই টুর্নামেন্টের গত ১০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিরোপা জেতার রেকর্ডেরও মালিক চট্টগ্রামের ছেলে আইমান সাদাত।

চেন্নাইয়ে আর ওয়ানের প্রথম রাউন্ডে বৈরি আবহাওয়া এবং রোড স্কিডিংয়ের কারণে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে যান আইমান।

কিন্তু ১৫ সেপ্টেম্বর, রোববার তৃতীয় রাউন্ডে নিজের সেরাটা দিয়ে শিরোপা জিতে নেন আইমান।

শিরোপা জয়ের পর সুখবর শুনতে দেরি হয়নি আইমানের। অ্যামিও কাপের আগামী সিজনে তাকে স্পন্সর করার ঘোষণা দিয়ে রেখেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্স ওয়াগন।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার রেসিং দেখতে গিয়ে প্রাণ হারালেন সাতজন দর্শক
X
Fresh