• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫
বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী দল

বাছাই পর্বের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাঘিনীরা। গ্রুপ পর্বে একে একে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে আয়ারল্যান্ডকে হারায়।

আইরিশদের হারিয়ে ফাইনালে প্রতিপক্ষ থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দেয় সালমা খাতুনের দল। কিন্তু বাছাই পর্বে সহজ প্রতিপক্ষ পেলেও মূল পর্বে কঠিন পরীক্ষা দেয়ার অপেক্ষা বাংলাদেশের।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।

আইসিসি সূচি অনুযায়ী, বাংলাদেশ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

দ্বিতীয় ম্যাচ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি ক্যানাবেরার মানুকা ওভালে।

তৃতীয় ম্যাচ ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের ভেন্যুও মেলবোর্নের জাংশন ওভাল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ২১ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ম্যাচ দিয়ে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh