logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

স্মিথের মাঠ ছাড়ায় নতুন ইতিহাসে লাবুশানে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ আগস্ট ২০১৯, ১৭:১২ | আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:২২
স্মিথের মাঠ ছাড়ায় নতুন ইতিহাসে লাবুশানে
ছবি- সংগৃহীত
জোফরা আর্চার তার টেস্ট অভিষেকে আগুন ঝরাচ্ছেন বলা যায়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও তার গতিতে ভর করে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। এই বিশ্বকাপে তার গতির কাছে লুটিয়ে পড়ে হাশিম আমলার মতো ব্যাটসম্যানরাও।

সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন অ্যাশেজেও। নিজের প্রথম ম্যাচে নেমে উইকেট তো নিয়েছেনই। ভয়ও ধরিয়ে দিয়েছেন অজি ব্যাটারদের মনে।

যে স্মিথের ব্যাটে চরে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে জয় পায় তাকেই শিকারে পরিণত করেন জোফরা। ৯০ মাইল গতির এক বাউন্সার এসে লাগে স্টিভ স্মিথের হেলমেটের নিচে কানের পাশে।

তাতে মাঠেই লুটিয়ে পড়েন স্মিথ। মাঠে প্রাথমিক চিকিৎসার পর ড্রেসিংরুমে ফিরে যান তিনি।

প্রথম টেস্টে জোড়া শতক হাঁকানো স্মিথ তখন ৮০ রান করেছেন। ব্যথা পাবার কিছুক্ষণ পর স্মিথ আবারও ফিরে আসেন ব্যাটিং করতে। এবার শতক মিস হলেও খেলেন ৯২ রানের ইনিংস।

মার্নাস লাবুশানে ৫২ (১০০)

পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে সেই ব্যথার কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তাতে বদলি খেলোয়াড় হিসেবে আসেন মার্নাস লাবুশানে। এতেই ইতিহাসে জায়গা করে নেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: শেহজাদকে নিষিদ্ধ হতে হলো এক বছরের জন্য
---------------------------------------------------------------

গত মাসে (জুলাই) আইসিসি বদলি খেলোয়াড়ের নতুন নিয়ম চালু করে। আঘাত পেয়ে মাঠ ছাড়লে তার বদলে একজন মাঠে নামতে পারবেন। করতে পারবেন ব্যাটিং-বোলিং।

সে অনুযায়ী লাবুশানে ব্যাট করতে আসেন স্মিথের বদলি হিসেবে। যা আইসিসির টুইটে নিশ্চিত করা হয়।

এমআর/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়