• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

বিশ্রাম চান তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ১৪:১৮
Tamim Iqbal
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। একেতো সমালোচনা তার ওপর শ্রীলঙ্কা সফরে তার ওপর দেয়া হয় নতুন দায়িত্ব। দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরির কারণে ছিটকে যান। অন্যদিকে সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন ছুটিতে। প্রথমবারের মতো তামিম ইকবালের নেতৃত্বে বিদেশ সফর করে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচে করেছেন যথাক্রমে ০, ১৯ ও ২ রান। হোয়াইটওয়াশ হয়ে ফিরে আসে দল।

এক অনুষ্ঠানে সাকিব বন্ধু তামিমকে বিশ্রামের পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় বিশ্রামের ২২ গজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। আগামী মাসে হতে চলা আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানদের নিয়ে ত্রিদেশীয় সিরিজে থাকছেন না দেশ সেরা এই ওপেনার।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, বিশ্রামের জন্য বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন তামিম।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বাবা হতে যাচ্ছেন রুবেল
---------------------------------------------------------------------

আগামী ৩০ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান। ৫-৯ সেপ্টেম্বর টেস্ট ম্যাচটি বসবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

অন্যদিকে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলপিএলের নিলামে নাম দিলেন তামিমসহ যেসব ক্রিকেটার
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
আম্পায়ার জেসিকে নিয়ে যা বললেন পাপন  
X
Fresh