• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারত, শ্রীলঙ্কাকে পেলো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৯, ২০:৩১
saff under 18
ছবি-বাফুফে

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয়ে গেল সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ‘ড্র’।

সাত দলের প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন নেপালের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভুটান, পাকিস্তান ও মালদ্বীপ। আর বাংলাদেশের টোকেন গেছে ‘বি’ গ্রুপে। সেখানে অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কা।

‘ড্র’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

নেপালে আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে যুবাদের দক্ষিণ এশিয়া সেরা হওয়ার এই প্রতিযোগিতা। সবগুলো ম্যাচ আয়োজন করা হবে রাজধানী কাঠমাণ্ডুর আর্মড পুলিশ ফোর্স স্টেডিয়ামে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পিসিবির চুক্তিতে নেই হাফিজ-শোয়েব
---------------------------------------------------------------

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল খেলবে শেষ চারে। দুটি সেমিফাইনালই আয়োজন করা হবে ২৭ সেপ্টেম্বর। একদিন বিরতি দিয়ে ২৯ সেপ্টেম্বর হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh