• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতের বিপক্ষে খেলবেন না রাসেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ আগস্ট ২০১৯, ১৮:৫১
ভারতের বিপক্ষে খেলবেন না রাসেল
আন্দ্রে রাসেল

বিশ্বকাপে ভারত সেমি-ফাইনালে আর ওয়েস্ট ইন্ডিজ ছিটকে পড়ে সেমি-ফাইনালে যাওয়ার আগেই। বিশ্বকাপে যাই হোক, উইন্ডিজরা নিজেদের দেশে ভারতকে হারানোর ক্ষমতা রাখে। সেটা আগেও বহুবার দেখিয়েছে ক্যারিবিয়রা।

বিশ্বকাপের পর দু’দলই আবারও নেমে পড়ার অপেক্ষায় বাইশ গজে। ভারত তাদের নতুন মৌসুম শুরুর জন্য উইন্ডিজকেই বেছে নিয়েছে।

আজ শনিবার ফ্লোরিডায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই পূর্ণাঙ্গ সিরিজটি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করে দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নিয়েছেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল।

উইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে রাসেলের না খেলার বিষয়টি নিশ্চিত করেন। বলা হয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না আন্দ্রে রাসেল। তার হাঁটুতে ব্যথা থাকায় এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন নিজের নাম।

রাসেলের পরিবর্তে উইন্ডিজদের টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে ব্যাটসম্যান জেসন মোহাম্মদের।

যদিও দলটির ভারপ্রাপ্ত প্রধান কোচ ফ্লয়েড রেইফার মনে করেন, রাসেলের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডারের হঠাৎ ছিটকে পড়াটা দলের জন্য বড় ক্ষতির।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও মাঝপথ থেকে ছিটকে পড়েন হাঁটুর চোটে পড়ে। এরপর হাঁটুতে অস্ত্রোপচারও করানো হয়।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh