logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

আফগান ‘এ’ দলের বিপক্ষে খেলবেন ইমরুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ জুলাই ২০১৯, ১৮:২৯ | আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:৩৮
ইমরুল
ইমরুল কায়েস || ছবি- সংগৃহীত
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে শুক্রবার চার দিনের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল।  খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। ম্যাচে স্বাগতিকদের স্কোয়াডে থাকছেন ইমরুল কায়েস, রকিবুল হাসান ও এনামুল হক বিজয়।

গেল ১ জুলাই বাংলাদেশ সফরে আশে আফগান যুবদল। সফলে দুটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে দলটি।

প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ দলে রয়েছেন নাঈম শেখ, জাকির হাসান, কামরুল ইসলাম রাব্বি, সানজামুল ইসলাম আফিফ হোসেন ধ্রুবদের মতো তরুণ ক্রিকেটাররা।

আগামী ১২ জুলাই চট্টগ্রামের জাকির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে মাঠে নামবে দুই দল।

১৯ ২১ ও ২৪ জুলাই সাগরিকা খ্যাত এই মাঠে তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল।

২৭ ও ২৯ জুলাই সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)  সিরিজের শেষ দুই ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগান ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল

ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, রকিবুল হাসান, নাঈম শেখ, জাকির হাসান, জাকির আলী অনীক, আফিফ হোসেন ধ্রুব, তানভীর হায়দার চৌধুরী, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইরফান হোসেন, সানজামুল ইসলাম, সুমন হক, তানভীর ইসলাম।

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়