• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আজ পাকিস্তানের হার চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০১৯, ১৫:০১
নিউজিল্যান্ড - পাকিস্তান

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ দিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিল। অস্ট্রেলিয়া এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। পথে আছে নিউজিল্যান্ডও। তবে বাকি দুই জায়গার জন্য লড়াইতে আছে পাঁচটি দেশ। ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা।

এর মধ্যে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে তুলনামূলক শক্ত অবস্থানে ভারত। বাকি চারটি ম্যাচের সবগুলো হারলেই কেবল বাদ পড়তে পারে ভারত। সে তুলনায় ইংল্যান্ডের অবস্থান দোলাচলে। সাত খেলায় আট পয়েন্ট স্বাগতিকদের। বাকি দুটি ম্যাচের দুটি জিততে হবে নির্ভার থাকার জন্য।

পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট সাত। সাত ম্যাচে তিনটে জয় আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে টাইগারদের। বাকি দুটি ম্যাচেই জয় পেলে ১১ পয়েন্ট হবে মাশরাফিদের। ইংল্যান্ডের একটা হারে সেখানে ওপরে চলে যাবে বাংলাদেশ।

তবে টাইগারদের ঘারে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সম্ভাবনা জিইয়ে রেখেছে শেষ চারের।

আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই টাইগারদের সমান পয়েন্ট হয়ে যাবে সরফরাজদের। এটা কোনও মতেই চাইবে না বাংলাদেশ। তাই পাকিস্তানকে হারাতে নিউজিল্যান্ডের পক্ষে গলা ফাটাবে টাইগার সমর্থকরা!

অগ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh