• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঘরের মাঠেও লাওসকে হারাতে চায় বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৯, ২১:৪২
ছবি-বাফুফে

ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার সেরা ৩৪ দলের মধ্যে না থাকায় ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। এশিয়ান অঞ্চলের ৪৬ দেশের মধ্যে র‌্যাংকিংয়ে ৪১তম অবস্থান হওয়ায় এবার প্রাক-বাছাইপর্ব পার করতে হচ্ছে জেমি ডে’র শিষ্যদের।

৩৬ থেকে ৪৬ তম স্থানে থাকা ১২টি দল নিয়ে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের ম্যাচ আয়োজন করা হবে।

গেল এপ্রিলে মালয়েশিয়ায় লটারির মাধ্যমে নির্ধারণ হয় বাংলাদেশের ভাগ্য। লটারিতে প্রতিপক্ষ হিসেবে ওঠে লাওসের নাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বিপক্ষে দুই লেগে খেলার সূচি দেয়া হয়।

গেল ৬ জুন লাওসের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

ওই ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়ে দেয় লাল-সবুজরা।

দলের হয়ে একমাত্র গোলটি করেন রবিউল হাসান।

মঙ্গলবার দ্বিতীয় দেখায় আবারও মুখোমুখি দু্ই দল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় নামবে দল দুটি।

নিজেদের মাঠ ও দশর্কদের সামনে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ।

ম্যাচের আগে সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জেমি ডে জানিয়েছেন এই সুবিধাটাই কাজে লাগাতে চায় তার দল।

তিনি বলেন,‘আমরা নিজেদের মাঠে ও নিজেদের দর্শকের সামনে খেলবো। সুতরাং আমাদের সেভাবেই খেলতে হবে। যাতে দ্রুত গোল করা যায়।

১-০ গোলে এগিয়ে থাকা লাল-সবুজদের ইংলিশ কোচ জানিয়ে দিয়েছেন, কিছুই তারা ছাড় দিতে চান না।

জেমি ডে বলেন, আমরা জয়ের জন্যই খেলতে নামবো, ড্রয়ের জন্য নয়। আমাদের গোল করতেই হবে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh