logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

আঙুলে চোট পেয়েছেন মরগ্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ মে ২০১৯, ১৯:৫৩ | আপডেট : ২৪ মে ২০১৯, ১৯:৫৯
চোট আতঙ্ক থেকে রেহাই পাচ্ছে না কোনো দল। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন লঙ্কান ব্যাটসম্যান অভিষেক ফার্নান্দো। এই খবর আসতে না আসতেই যোগ হলো ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান।

bestelectronics
আজ ২৪ মে দলের সঙ্গে সাউদাম্পটনে অনুশীলনের সময় চোট পান বাঁ হাতের তর্জনীতে। এরপর অনুশীলন না করে মাঠ ছাড়েন মরগ্যান।

তবে আপাতত এক্সরে করার পরামর্শ দিয়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের ফিজিও।

এক্সরে করার আগ পর্যন্ত বলা হচ্ছে, আঘাতের পরিমাণ বেশি নয়। তবে অপেক্ষা করতে হবে এক্সরে রিপোর্ট পাওয়া পর্যন্ত।

ইংলিশ স্পিনার লিয়াম ডসন বলেছেন, আমি মনে করি মরগ্যানের চোট খুব বেশি গুরুতর না। আশা করি সে দ্রুত ফিট হয়ে যাবে।

আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে ইংলিশদের। এই ম্যাচের আগে মরগ্যান সুস্থ হয়ে উঠবেন কিনা সেটাই দেখার বিষয়।

এমআর/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়