• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে টস জিতেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০১৯, ১৫:২১
ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও সুপার ফাইভ (মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ) নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে ২৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হেসে খেলেই ম্যাচটি জিতে নেয় টাইগাররা।

ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়ার পর চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। আর তাই শেষ পর্যন্ত থাকতে পারেননি ক্রিজে। ক্যারিয়ারের ৪২তম অর্ধশতক তুলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন সাকিব। সামনে বিশ্বকাপ তার আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে দলের সেরা তারকাকে খেলানোকে নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তাই শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই মাঠে নেমেছে টাইগার শিবির।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই দলগুলো পরে ব্যাট করে জিতেছে। এরই ধারাবাহিকতায় ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্য ভিলেজে এদিন টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলা লিটন দাস নেই এদিনের একাদশে। সুযোগ হয়নি পাঁচ উইকেট পাওয়া পেসার আবু জায়েদ রাহীরও।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

সুনীল অ্যামব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথান কার্টার, জ্যাসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, র‌্যামন রেইফার ও শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh