logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

নিষিদ্ধ হলেন মরগ্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ মে ২০১৯, ১৮:২০
বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছে ২০১৯ বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ড। বিশ্বকাপের দলে থাকা খেলোয়াড়েরাও খেলছেন দুর্দান্ত। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের নেতৃত্বে দারুণ ছন্দে আছে এই দলটা।

bestelectronics
বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে ১টি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও পরের দুই ম্যাচে জিতেছে স্বাগতিকরা।

দল জয় পেলেও রেহাই পাননি ইংলিশ দলপতি ইয়ন মরগ্যান সহ বাকিরা। মঙ্গলবার ব্রিস্টলে স্লো ওভার রেটের কারণে মরগ্যানের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানাসহ নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচ। দলের বাকি সদস্যদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ।

যে কারণে সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না মরগ্যান। চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

ম্যাচের দায়িত্বে থাকা আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রিচি রিচার্ডসন ম্যাচ শেষে জানান, সিরিজের তৃতীয় ওয়ানডেতে তারা এতই ধীর ছিল যে, নির্দিষ্ট সময়ে দুই ওভার পিছিয়ে ছিল। যে কারণেই মরগ্যানকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দলের বাকি সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এমআর

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়