• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছে পাঞ্জাব!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০১৯, ১৩:৫৪
কিংস ইলেভেন পাঞ্জাবের যৌথ মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা

আইপিএলের আগামী মৌসুমে বিখ্যাত শিল্পপতি নেস ওয়াদিয়া ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার যৌথ মালিকানাধীন দল কিংস ইলেভেন পাঞ্জাবকে নাও দেখা যেতে পারে।

এমনটি হলে বাদ পড়ার তালিকায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসের পর তৃতীয় দল হতে যাচ্ছে পাঞ্জাব। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এর আগে স্পট ফিক্সিং ও বেটিং কাণ্ডে জড়িয়ে আইপিএল থেকে দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রায়্যালস। তবে দলের ক্রিকেটারদের দুর্নীতিতে যুক্ত থাকার জন্য নয় বরং টিম মালিকদের অপরাধের শাস্তি পেতে হয়েছিল তাদের।

সম্প্রতি কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়াকে মাদক সঙ্গে রাখার অপরাধে গ্রেফতার করে দুই বছরের সাজা দিয়েছে জাপানের আদালত। আর তার এমন গর্হিত কাজের জন্য আইপিএলের সুনাম নষ্ট হয়েছে। যে কারণে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের থাকা নিয়েও প্রশ্ন উঠেছে।