• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবার অস্ত্রোপচার মোশাররফ রুবেলের

স্পোর্টস ডেস্ক

  ১৮ মার্চ ২০১৯, ১৯:৩৭
নিউরো সার্জন এলভিন হংয়ের সঙ্গে মোশাররফ রুবেল

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ধাপিয়ে বেড়ানোর কথা ছিল বাইশ গজে, কিন্তু মোশাররফ রুবেলের ঠিকানা হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের কেবিনে। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন।

ব্রেন টিউমারে আক্রান্ত ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন ৫টি একদিনের ম্যাচ। ক’দিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়েও।

বিপিএল চলাকালীন সময়েই বুঝতে পারেন তার শারীরিক সমস্যার কথা। প্রায় রাতেই খিঁচুনি হতো শরীরে। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন ব্রেন টিউমারের কথা।

এরপর চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সিঙ্গাপুর রওয়ানা করেন তিনি।

আজ সোমবার রুবেলের স্ত্রী ফারহানা চৈতি তার ফেসবুকে নিশ্চিত করেন অস্ত্রোপচারের কথা।

তিনি লেখেন, আমার স্বামী মোশাররফ হোসেন রুবেলে অস্ত্রোপচারের জন্য আজ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ, আগামী কাল (মঙ্গলবার), বাংলাদেশ সময় সকাল ৬টা (সিংগাপুর স্থানীয় সময় সকাল ৮টা) তার অস্ত্রোপচার হবে। আমি সবার কাছে তার জন্য দোয়া চাইছি।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh