• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোল দিয়ে সেজদায় নিহতদের নিউজিল্যান্ড স্ট্রাইকারের শ্রদ্ধা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মার্চ ২০১৯, ১৫:৫১
গোলের পর কস্তা বারবারোওসেনের সেজদা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ৪৯ জন নিহত হবার ঘটনায় স্তম্ভিত পুরো বিশ্ব। ‘শান্তি প্রিয়’ দেশ হিসেবে পরিচিত দেশটিতে এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয়রা নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তাসমান সাগরের পূর্ব পাড়ে এই অঞ্চলে ক্রিকেটের পাশাপাশি রাগবি, বাস্কেটবল, নেট বল ও ফুটবল বেশ জনপ্রিয় খেলা।

দেশটির জাতীয় ফুটবল দলের তারকা কস্তা বারবারোওসেস বর্তমানে অস্ট্রেলিয়ান দল মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলেছেন। শনিবার ‘এ’ লিগের ম্যাচে বিসব্রেন রোয়ারে বিপক্ষে দুটি গোল দিয়েছেন এই স্টাইকার।

প্রথম গোলটি করার পর বারবারোওসেস সেজদা দিয়ে নিজের গোলটি উৎসর্গ করেছেন একদিন আগে নিজের দেশে নিহতদের।

ম্যাচের ২৪তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ২৯ বছর বয়সী এই তারকা।


------------------------------------
আরো পড়ুন: ম্যানইউ’র বিদায়ে ২১ বছর পর সেমিতে উলভারহ্যাম্পটন
------------------------------------

৩৯তম মিনিটের মেলর্বোনের দলটির হয়ে আরেকটি দুর্দান্ত গোল দেন এই কিউই স্ট্রাইকার। শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ এ জিতে নেয় মেলর্বোন ভিক্টোরি।

প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছেন কস্তা বারবারোওসেস

২০০৮ সালে নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় বারবারোওসেসের। জাতীয় দলের জার্সিতে ৪৭ ম্যাচে চারটি গোল করেছেন তিনি। মেলর্বোন ভিক্টোরি, ওয়েলিংটন ফনিক্স, বিসব্রেন রোয়ারের মতো দলের হয়ে খেলে ক্লাব ফুটবলে ২৬১ ম্যাচে ৭০ গোল করেছেন নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে জন্ম নেয়া এই অমুসলিম স্ট্রাইকার।

আরো পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
X
Fresh