• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

১০ বছর পর কম্বোডিয়ার বিপক্ষে মাঠে বাংলাদেশ (লাইভ)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০১৯, ১৭:১৯

গত বছর ১০ অক্টোবর কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। পাঁচ মাস পর ফের ফুটবল যাত্রা শুরু করছে জেমি ডে’র শিষ্যরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার নমপেন জাতীয় অলেম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।

২০০৬ সালের প্রথমবারের মতো কম্বোডিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১ গোলে জয় পেয়েছিল লাল-সবুজরা। এর পরের দেখায় অবশ্য ড্র করেছিল দুই দলই। ২০০৭ সালের আগস্টে নেহেরু কাপে ১-১ গোলে থামে দুই দলই। সবশেষ দেখা হয়েছিল দল দুটির ২০০৯ সালের এপ্রিলে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। প্রায় ১০ বছর পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফের একে অপরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ-কম্বোডিয়া।

একমাত্র ম্যাচটি খেলে আগামী ১১ মার্চ ঢাকায় ফিরবে জামাল ভূঁইয়ার দল। এরপর এএফসির চ্যালেঞ্জে কাতার ক্যাম্পের জন্য ঢাকা ছাড়বে অনূর্ধ্ব-২৩ দলের সদস্যরা।

২০ মার্চ ঢাকায় ফিরে পর দিনই আবার বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিবে জেমি ডে’র শিষ্যরা। ২২ মার্চ স্বাগতিক বাহরাইন দিয়ে এএফসির চ্যালেঞ্জ শুরু করবে বাংলাদেশ।

ম্যাচটি সরাসরি দেখা যাবে এখানে

বাংলাদেশ দল

গোলকিপার

আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্স

তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া ও মনজুর রহমান মানিক।

মিডফিল্ড

আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মো. সোহেল রানা, সোহেল রানা ও বিপলু আহমেদ।

ফরোয়ার্ড

নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিলামে উঠতে যাচ্ছে ম্যারাডোনার ‘গোল্ডেন বল’
মজাদার সব নিয়ম নিয়ে পিকের ফুটবল লিগ
মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ
টিভিতে আজকের খেলা
X
Fresh