• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১২ দলের টি-টোয়েন্টি লড়াই শুরু আগামীকাল

স্পোর্টস ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫২
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি খেলোয়ারদের পারফর্ম নিয়ে হা-হুতাশ করতে দেখা গেছে অনেককে। বছরের ১১ মাস টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থেকে এক মাসের টুর্নামেন্টে কতই বা ভালো খেলা যায়? এই প্রশ্নের উত্তর খুজতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নড়ে চড়ে বসেছে। সিদ্ধান্ত নিয়েছে দেশীয় খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার।

বিসিবি'র এমন ভাবনা এবার সফল করার পালা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যে দলগুলো খেলবে সে দলগুলো নিয়েই সোমবার ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। পাঁচ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩ মার্চ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর ফতুল্লাহ'র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। ফাইনাল ম্যাচ হবে মিরপুরে দিবা-রাত্রির।

১২টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকছে ৩টি দল। এক নজরে দেখে নেয়া যাক দল ও টুর্নামেন্টের সূচি

গ্রুপ

গ্রুপ এ

গ্রুপ বি

গ্রুপ সি

গ্রুপ ডি

আবাহনী লিমিটেড

শেখ জামাল ধানমন্ডি ক্লাব

লিজেন্ড অব রুপগঞ্জ

প্রাইম দোলেশ্বর

প্রাইম ব্যাংক

খেলাঘর সমাজ কল্যান সমিতি

মোহামেডান স্পোর্টিং ক্লাব

গাজী গ্রুপ ক্রিকেটার্স

ব্রাদার্স ইউনিয়ন

উত্তরা স্পোর্টিং ক্লাব

শাইনপুকুর ক্রিকেট ক্লাব

বিকেএসপি

সূচি

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

২৫ ফেব্রুয়ারি

শেখ জামাল বনাম খেলাঘর

দুপুর ১২:৩০

মিরপুর

আবাহনী বনাম ব্রাদার্স

বিকাল ৫.৩০

মিরপুর

রুপগঞ্জ বনাম শাইনপুকুর

সকাল ৯টা

ফতুল্লা

দোলেশ্বর

বনাম

বিকেএসপি

দুপুর ১:৩০

ফতুল্লা

২৬ ফেব্রুয়ারি

মোহামেডান

বনাম

শাইনপুকুর

বেলা ১২.৩০

মিরপুর

প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স

বিকাল ৫.৩০

মিরপুর

গাজি বনাম বিকেএসপি

সকাল ৯টা

ফতুল্লা

খেলাঘর বনাম উত্তরা

বেলা ১.৩০

ফতুল্লা

২৭ ফেব্রুয়ারি

আবাহনী বনাম প্রাইম ব্যাংক

বেলা ১২.৩০

মিরপুর

দোলেশ্বর বনাম গাজি

বিকাল ৫.৩০

মিরপুর

শেখ জামাল বনাম উত্তরা

সকাল ৯টা

ফতুল্লা

রুপগঞ্জ বনাম মোহামেডান

বেলা ১.৩০

ফতুল্লা

১ মার্চ, সেমি-১

বি গ্রুপ জয়ী

বনাম

সি গ্রুপ জয়ী

সেমি-১

বেলা ১২.৩০

মিরপুর

এ গ্রুপ জয়ী

বনাম

ডি গ্রুপ জয়ী

সেমি-২

বিকাল ৫.৩০

মিরপুর

৩ মার্চ

ফাইনাল

সন্ধ্যা ৬টা

মিরপুর

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh