• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোনালদো-দিবালা রসায়নে জুভিদের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৯

ইতালিয়ান সিরিআয় গোলের পসরা সাজিয়ে বসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার যেন গোল ক্ষুধা মিটছেই না। নিয়মিত গোল করে চলেছেন রোনালদো। তার সঙ্গে ১২ ম্যাচ পর জালের দেখা পান আর্জেন্টাইন পাওলো দিবালা। পাশাপাশি দুজনেই রাখলেন সতীর্থের গোলে অবদান। তাদের নৈপুণ্যে সেরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জুভেন্টাস।

জুভেন্টাস স্টেডিয়ামে শুক্রবার রাতে পয়েন্ট তালিকার তলানির দলটিকে ৩-০ গোলে হারায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে আতিথেয়তা নিবে জুভেন্টাস। হাইভোল্টেজ সেই ম্যাচের আগে দারুণ এক জয় পেল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুর একাদশে ফেরা দিবালার দুর্দান্ত এক গোলে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রোনালদোর পাস ধরে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে বুলেট গতির শটে পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সেরি আয় ১২ ম্যাচ পর জালের দেখা পেলেন দিবালা। এর আগে সবশেষ গত ৩ নভেম্বর কাইয়ারির বিপক্ষে ঘরের মাঠে ৩-১ ব্যবধানের জয়ে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন তিনি। এবারের লিগে তার মোট গোল হলো তিনটি।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলে অবদান রাখেন দিবালা। তার কর্নারে দুরূহ কোণ থেকে মারিও মানজুকিচের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ৬৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি জুভেন্টাসের জয় নিশ্চিত করে ফেলেন রোনালদো। মানজুকিচের পাস থেকে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা।

দারুণ ছন্দে থাকা রোনালদো ৬৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান। ডান দিক থেকে মানজুকিচের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে সামনের ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

এই নিয়ে লিগে শেষ চার ম্যাচের প্রতিটিতে জালের দেখা পাওয়া রোনালদো এই সময়ে মোট পাঁচ গোল করেছেন। আসরে তার মোট গোল হলো সর্বোচ্চ ১৯টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল-সংখ্যা দাঁড়াল ২১টি।

২৪ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৩।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
X
Fresh