• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘লো স্কোরিং’ ম্যাচ দিয়েই শুরু বিপিএলের সিলেট পর্ব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩০

ঢাকার প্রথম পর্বে রান দলগুলোকে বড় সংগ্রহ করতে দেখা গেছে খুব কমই। গ্যালারিতে দর্শক না থাকার অন্যতম বড় কারণ হিসেবেও বলা হচ্ছিল, ‘লো স্কোরিং’ ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচেরও তেমনটাই দেখা গেল। আজ মঙ্গলবার রাজশাহী কিংসকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইটানস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টাইটানসদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন।

রাজশাহীর হয়ে খেলা জাতীয় দলের দুই তারকা বোলার মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় খুলনা।

টাইটানস ব্যাটসম্যানদের মধ্যে ২৭ বলে ২৬ রান করেন আরিফুল হক। ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড মালান করেছেন ২১ বলে ১৫ রান। যা ইনিংসটির দ্বিতীয় সর্বোচ্চ রান।

কিংস বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নিয়েছেন মিরাজ, ইসুরু উদানা ও আরাফাত সানি। একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

রাজশাহী কিংস একাদশ

মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিস্টিয়ান জংকার, জাকির হাসান, রায়ান টেন ডেসকাটে, লরি ইভেনস, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটে, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

খুলনা টাইটানস একাদশ

জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, আরিফুল হক, ডেভিড ওয়াইস, কার্লোস ব্রেথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনাঈদ খান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh