• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুরানের বিধ্বংসী ইনিংসও হারাতে পারল না ঢাকাকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৯, ২২:২৯
৩৪ বলে রনি তালুকদার করেন ৫৮ রান

ছয় নম্বরে ব্যাট করতে এসে ৪৭ বলে ৭২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেও সিলেট সিক্সার্সকে জিতাতে পারেনি নিকোলাস পুরান। তার ৭২ রানের ইনিংসে ছিল ১টি বাউন্ডারি আর ৯টি ওভার বাউন্ডারি।

পুরান ছাড়া বাকি নয় ব্যাটসম্যানের মধ্যে তাসকিন আহমেদ করেন সিলেটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩২ রানে হারে ঢাকা ডায়নামাইটসের কাছে।

ঢাকার হয়ে রুবেল নেন ৩টি আর সাকিব ও শুভাগত হোম নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন সুনীল নারিন আর আলিস আল ইসলাম।

৪৭ বলে ৭২ রান করেন নিকোলাস পুরান

এর আগে সন্ধ্যায় টস জিতে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে সোহেল তানভিরের বলে ক্যাচ দিয়ে ফেরেন হযরতুল্লাহ যাজাই। আরেক ওপেনার সুনীল নারিন করেন ২১ বলে ২৫ রান।

চমক ছিল রনি তালুকদারের ব্যাটে। ৩৪ বলে পাঁচ ৪ আর তিন ছয়ে করেন ৫৮ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম অর্ধশতক পাওয়া রনিকে ফেরান আফিফ হোসেন।

এরপর সাকিবের ব্যাটে আসে ১৭ বলে ২৩ রান। শেষদিকে কাজী নুরুল হাসানের ব্যাটে ১৮ আর মোহাম্মদ নাঈমের ২৫ রানে ভর করে ৭ উইকেটে ১৭৩ রান তুলে ঢাকা ডায়নামাইটস।

সিলেটের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন সোহেল তানভীর, আল আমিন, অলোক কাপালি আর আফিফ হোসেন।

ঢাকার হয়ে অর্ধশতক হাঁকিয়ে ম্যাচ জয়ে ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে রনি তালুকদারের হাতে। সিলেটের বিপক্ষে এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ডায়নামাইটসরা।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh