• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রংপুরের বোলিং তোপ ছাপিয়ে ঢাকার বড় সংগ্রহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬

মিরপুরের উইকেটকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাকা ডায়নামাইটসের যে দুই ওপেনার সমান তালে রান তুলেছিল গত দুই ম্যাচে সেই হযরতুল্লাহ জাযাই আর সুনীল নারিন আজ দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ পঞ্চম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আসরের দুই ফেভারিট ঢাকা আর রংপুর। দু’দলই গতবারের ফাইনালিস্ট। এই ম্যাচকে ঘিরে প্রাণ ফিরেছে মিরপুর স্টেডিয়ামের গ্যালারীতে। এক কথায় কানায় কানায় পূর্ণ।

টস জিতে রংপুর অধিনায়ক মাশরাফি মুর্তজা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকাই অধিনায়ক সাকিব আল হাসানকে।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে সোহাগ গাজীর বলে ব্যক্তিগত ১ রানের মাথায় বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গত দুই ম্যাচে দুই অর্ধশতক হাঁকানো হযরতুল্লাহ জাযাই। এর পরের ওভারে ৮ রানে মাশরাফির বলে ক্যাচ দিয়ে ফেরেন সূনীল নারিন।

দুই নম্বরে ব্যাট করতে আসা রনি তালুকদার খেলেন ৮ বলে ১৮ রানের ইনিংস। রনিরও বিদায় হয় সোহাগ গাজীর বলে ক্যাচ দিয়ে। এরপর মিজানুর রহমানের ব্যাটে আসে ১২ বলে ১৫ রান।

এরপর সাকিব আর পোলার্ড মিলে ৩৫ বলে করেন ৭৮ রানের জুটি। ৩৭ বলে ৩৬ করে লেগ বিফোরের ফাঁদে পরেন সাকিব।

পোলার্ড রান তুলতে থাকেন ঝড়ো গতিতে। ২৬ বলে ৬২ করে দলকে এনে দেন বড় রানের পুঁজি।

শেষদিকে আন্দ্রে রাসেলের ১৩ বলে ২৩ রানে ভর করে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।

রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন সোহাগ গাজী, বেনি হাওয়েল আর শফিউল ইসলাম। মাশরাফি আর ফরহাদ রেজা নেন ১টি করে উইকেট।

এমআর/এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh