• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিংয়ে এক’শ রানের নিচে আটকে গেল কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:৫০

দুই দলই ফেভারিট এবারের আসরে। দু’দলই মুখোমুখি হয়েছে এই আসরে প্রথমবার। রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় চিটাগাং ভাইকিংসের কাছে, তবে পরের ম্যাচে খুলনা টাইটানসকে হারিয়ে ফিরে আসে জয়ে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস নিজেদের প্রথম ম্যাচে হারায় সিলেট সিক্সার্সকে। আজ রংপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে সিদ্ধান্ত নেয় ব্যাটিং করার।

ব্যাটিং করতে নেমে যেন কুল হারিয়ে ফেলে ভিক্টোরিয়ানস ব্যাটসম্যানরা। রংপুর অধিনায়ক মাশরাফি মুর্তজা একাই প্রতিপক্ষের টপ-অর্ডার ধসিয়ে দেয়। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে করেন ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ১৯ রান দিয়ে নেয়া ৪ উইকেট ছিল টি-টোয়েন্টিতে মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং।

৪ ওভারে ১ মেডেন আর ১১ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। দুই ওপেনার তামিম ইকবাল আর এভিন লুইসসহ ইমরুল কায়েস ও স্টিভ স্মিথকে ফেরান রংপুর অধিনায়ক।

কুমিল্লার হয়ে শহিদ আফ্রিদি ছাড়া কেউই পার করতে পারেননি দশ রানের কোটা। তার ব্যাটে আসে ১৮ বলে ২৫ রান।

শেষ পর্যন্ত ১৬.২ ওভারে সব উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ৬৩ রান। যা এখন পর্যন্ত এই আসরের সর্বনিন্ম রান।

রংপুরের হয়ে মাশরাফি নেন ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন নাজমুল অপু, ২ উইকেট নেন শফিউল ইসলাম ও ফরহাদ রেজা নেন ১টি উইকেট।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh