• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে ছাড়িয়ে গেলেন ভারতের ছেত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৩

এএফসি এশিয়ান কাপে ৫৪ বছর পর প্রথম জয় পেয়েছে ভারত। থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টর ইতিহাসে দক্ষিণ এশিয়ার দেশটিকে সবচেয়ে বড় জয় উপহার দিলেন স্টিফেন কোনস্ট্যান্টাইন।

রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে ইতিহাস লিখলেন সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি। ভারত যদি পরের দু’টি ম্যাচ ড্র করে, তাহলেও তারা পৌঁছে যাবে নকআউট পর্যায়।

এদিন বিপক্ষকে দাঁড়াতে দেননি সুনীলরা। ম্যাচের ২৭তম মিনিটেই তখনই ভারতের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক নিজেই। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন দলপতি।

আর এই গোলের সঙ্গেই তিনি টপকে যান লিওনেল মেসিকে। দেশের জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার রয়েছে ৬৫টি গোল। সুনীল করে ফেললেন নিজের ক্যারিয়ারের ৬৬তম গোলটি।

এই মুহূর্তে সক্রিয় ফুটবলারদের মধ্যে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন পর্তুগালের ইউরো কাপ জয়ী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮৫ টি গোল রয়েছে তার। এরপরেই সুনীল, তিনে মেসি।

যদিও সুনীলের গোলের ছ’মিনিটের মধ্যে থাইল্যান্ডের ক্যাপ্টেন টেরাসিল ডানগোয়া ফ্রি-কিকে দুরন্ত গোল করে দলকে সমতায় ফেরান। বিরতিতে খেলার ফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বলের নিয়ন্ত্রণ নেয় ভারতীয়রা। ৪৬তম মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন সুনীল। নিজের গোলসংখ্যা নিয়ে যান ৬৭তে।

ম্যাচের ৬৮ মিনিটে দলের তরুণ তুর্কী অনিরুদ্ধ থাপা স্কোরলাইন ৩-১ করেন। এরপর থাইল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ৮০ মিনিটে জেজে লালপেখলুয়ার গোল।

আগামী ১০ তারিখ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সুনীলদের প্রতিদ্বন্দ্বী আয়োজক সংযুক্ত আরব আমিরাত।

আরো পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh