• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচ জিতিয়েও নিষেধাজ্ঞায় ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০১৯, ১৩:৩৫

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্টে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। শতক হাঁকিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে থাকার কথা প্রোটিয়া শিবিরে।

ম্যাচ জয়ের পর সবচেয়ে বেশি খুশি যার থাকার কথা যার সেই অধিনায়ক ও ম্যাচ সেরা ডু প্লেসির মনটা একটু খারাপ হতেই পারে।

জয়ের পরে শুনতে হলও যে একটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে তার আর খেলা হবে না তৃতীয় ও শেষ টেস্ট। ১২ মাসের মধ্যে দুবার এই এই কাণ্ড ঘটলে এক ম্যাচের নিষেধাজ্ঞা মিলে প্রোটিয়া এই অধিনায়কের। এর আগে গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে জোহানসবার্গ টেস্টে স্লো ওভার রেটের মামলায় পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।

গতকাল রোববার ম্যাচ রেফারি ডেভিড বুন এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন প্রোটিয়া দলপতির। এছাড়া দলের বাকি সদস্যেরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।

ডু প্লেসির জায়গায় ১১ তারিখ থেকে জোহানসবার্গ টেস্টে কে অধিনায়কত্ব করবেন তা এখনও জানা যায়নি।

আরো পড়ুন:

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh